মেহেরপুর প্রতিনিধি: ২৩-০৩-২০২৩
মেহেরপুরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ইউপি সদস্য কামাল হত্যা মামলায় পিতা ও পুত্রকে যাবজ্জীবন কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড রায় ঘোষনা করেছে । আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ^াস এই রায় ঘোষনা করেন । দন্ডিতরা হলেন মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মৃত সামাদ জর্দারের ছেলে মোঃ মালেক জর্দার (৬০) ও তার পুত্র আলমগীর হোসেন (৩২)।
মামলায় আসামী পক্ষের কৌশুলি ছিলেন এ কে এম শফিকুল আলম ও রাষ্টপক্ষের কৌশুলি ছিলেন অতিরিক্ত পি পি কাজী শহিদুল হক ।
মামলা সুত্রে জানা যায় ২০১৭ সালে মে মাসের ২৫ তারিখে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা ইউপি সদস্য কামাল হোসেনের বাড়িতে গিয়ে তার ভাই কাফেল উদ্দিনকে মারধর করে । ভাইয়ের মারধরের কথা শুনে কামাল মোটরসাইকেল নিয়ে বাড়ি আসার সময় আসামি মালেক হোসেনের বাড়ির সামনে আসলে তার পথরোধ করে দেশীয় অস্ত্র রামদা দিয়ে মাথায় আঘাত করে। কামাল হোসেনের রক্তাক্ত যখম হয়ে মাটিতে পড়িয়া গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেকেষ নিয়ে আসলে । কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন । এই ঘটনায় কামালের ভাতিজা মোঃ ফারুক হোসেন বাদি হয়ে ১১জনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করে । মামলা নম্বর ১৬৯/১৭ । মামলায় ১০ জনের সাক্ষ গ্রহন শেষে পিতা পুত্রের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এ রায় ঘোষনা করেন।
পূর্ববর্তী খবর