মেহরেপুর প্রতিনিধি:
মেহেরপুরে খুলানা বিভাগীয় জুয়েলার্স সমিতির নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় মেহেরপুর জুয়েলার্স সমিতির কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেহেরপুর জুলার্স সমিতির সভাপতি কিশোর পাত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যশোর জুয়েলার্স সমিতির কার্য নির্বাহী সদস্য শ্রী বিধান চন্দ্র অধিকারী।
মেহেরপুর জুলার্স সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জুয়েলার্স সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক অসিম সানতারা, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মনা প্রমুখ।
বিশেষ অতিথি শ্রী বিধান চন্দ্র অধিকারী তার বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রুপের অন্যতম কর্ণধার বাংলাদেশ বাজুস’র সভাপতি সায়েম সোবহান তানভীর স্বর্ণ কারখানা স্থাপন করেছেন। খুব দ্রুত সেটা উদ্ভোধন হবে। তখন স্বর্ণ ব্যাসায়ীরা বৈধ্য ভাবে স্বর্ণ কিনতে পারবে। তিনি আরো বলেন, বিগত ৪০ বছরে সোনার নীতীমালা না থাকায় আমাদের হয়রানি হতে হয়েছে। বিগত কিছুদিন আগে এই নিতীমালা প্রণয়ন করা হয়েছে। এর পরপরই আমরা নতুন কমিটি পেয়েছি। এই কমিটির সভাপতি সায়েম সোবহান তানভীর উনি বসুন্ধরা গ্রপের একজন কর্ণধার। উনাকে দায়িত্ব দেওয়া মানে পুরো স্বর্ণ সেক্টরকে সাজিয়ে তোলা । উনার মাধ্যমে আমরা আমাদের সম্যাগুলো সরকারের কাছে পৌছাতে পারবো। আমাদের সোনা বৈধ ভাবে ক্রয় করার জায়গা নেই। এই সমস্য সমাধানের জন্য বাজুসের সভাপতির নেতৃত্বে বাংলাদেশে একটা গোল্ড ব্যাংক হচ্ছে। আমারা এই ব্যাংকের মাধ্যমে সোনাগুলো বৈধ্য ভাবে কিনতে পারবো। গোল্ড ব্যংকের মাধ্যমে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা গোল্ড লোন নিতে পারবো। ব্যবসায়ীদের দ্বারে এই ব্যাংক স্বর্ণ পৌছে দেবে।
পূর্ববর্তী খবর