মেহেরপুর প্রতিনিধি;
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে জমির দলিলসহ বাড়ি হস্তান্তরের করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের উদ্বোধন করেন।পরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন মেহেরপুর সদর উপজেলার ৪০ টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বরুপ জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম,সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন চুন্নু সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজামান, সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।