মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে সার ডিলারদের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মূল্য বেশি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় দুই সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা একটার দিকে এয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সারের মূল্য বেশি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় মেসার্স আশাবুল হক ও মেসার্স ন্যাশনাল ট্রেডার্স নামে দু’টি সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়। দুই জনই বিসিআইসি কর্তৃক অনুমোদিত সার ডিলার। অভিযান চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম ও পৌর স্যানেটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান ভোক্তা অধিকার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে
পূর্ববর্তী খবর