মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে বিসিআইসি সারের ডিলার
মেসার্স আশাবুল হককে ৫০ হাজার টাকা ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মেসার্স ক্যাফে গার্ডেন নামক ফাস্টফুড প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করে। আজ বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কলেজ এলাকায় এ জরিমানা প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রি করায় বিসিআইসি ডিলার আশাবুল হককে ৫০হাজার টাকা ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মেসার্স ক্যাফে গার্ডেন নামক ফাস্টফুড প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।