জেলা প্রতিনিধি মেহেরপুর (০৯.১১.২২)ঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি মিস্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে মেসার্স হানিফ মিস্টান্ন ভান্ডারে ৫০ হাজার টাকা ও মেসার্স আমিন মিষ্টান্ন ভান্ডাওে দই এর ওজন কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন
সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, হানিফ মিষ্টান্ন ভান্ডার এর কারখানায় গিয়ে দেখা যায় খুবই অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।একই বাজারে আমিন মিষ্টান্ন ভান্ডারে দই মিষ্টিতে ওজন কম সহ কয়েকটি অপরাদে ৩৭ ও ৪৬ ধারায় ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব কমান্ডার, সিপিসি মোঃ আবুল কালাম আজাদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক ও র্যাবের একটি দল।
পূর্ববর্তী খবর