মেহেরপুর প্রতিনিধি (২৮.০৩,২৪)
৬২ বিঘা জমি মসজিদের উন্নয়নের জন্য ৬২ বিঘা জমি থাকলেও ধ্বংসের পথে প্রায় দেড়শত বছরের পুরাতন তিন গোম্ভুজ বিশিষ্ট আশরফপুর চাতাল পাড়া মসজিদ । মেঝেতে ফাটল ধরেছে , উঠে যাচ্ছে প্লাস্টার, খসে পড়ছে ভবনের নকশা। মসজিদের ওয়াক্ফ স্ট্রেটের সিংহ ভাগ জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালিরা । বাকি সম্পত্তি থেকে যে আয় হয় তার ছিটে ফোটাও মসজিদ পায় না। ঐতিহাসিক এ মসজিদটি রক্ষার জোর দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
তৎকালিন জমিদার শেখ আইন উদ্দীন ১৮৮৪ সালের মেহেরপুরের আশরফপুর চাতাল পাড়া গ্রামে এ মসজিদ নির্মান করেন। মসজিদ পরিচালনার জন্য তিনি ৬২ বিঘা জমি ওয়াক্ফ স্টেটের নামে করে দেন। এই জমির আয়ের টাকায় মসজিদের সকল কার্যক্রম চলতো। উনার মৃত্যুর পর স্থানীয় প্রভাব শালীরা মসজিদের প্রায় ৪৫ বিঘা জমি দখল করে নিয়েছে। এসকল দখল হওয়া জমি উদ্ধার করা যাচ্ছে না। বর্তমানে মসজিদটিতে রয়েছে মাত্র ৫২ শতক জমি। আর সাড়ে ১৩ বিঘা জমি রয়েছে বর্তমান মোতওয়ালী কাজী হাবিুবুল ইসলামের দখলে। কিন্তু সেখান থেকেও মসজিদকে কোন সহযোগীতা করা হয় না। পুরো জমি উদ্ধারের জন্য মামলাও করেছেন বর্তমান মোতওয়ালী। কিন্তু দির্ঘ সময় পার হলে কোন ফলাফল পাওয়া যায়নি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফোয়াদ আলী বলেন, ওয়াক্ফ সম্পত্তির মসজিদে সভাপতি হওয়া যায়না। কিন্ত বিগত প্রায় ১৪-১৫ বছর ধরে মতোয়ালি বা ওয়াক্ফ স্টেটের কেউ মসজিদটির কোন খোজ রাখেন না। তাই মসজিদ কমিটি করে মসজিদটিকে বাঁচিয়ে রাখতে হয়েছে। বর্তমানে মসজিদের সাড়ে ১৩ বিঘা জমি রয়েছে বর্তমান মোতওয়ালী কাজী হাবিুবুল ইসলামের দখলে। কিন্তু সেখান থেকেও মসজিদকে কোন সহযোগীতা করা হয় না।
বর্তমান মোতওয়ালী কাজী হাবিবুল ইসলাম বলেন, ৬২ বিঘার মধ্যে আমার তত্বাবধানে মাত্র সাড়ে ১৩ বিঘা জমি আছে। সেখান থেকে মসজিদকে কিছু দেয়া হয়না। কারন সেখানে সরকারি কোন নিয়ম মানা হয়না। বাকি জমি উদ্ধারের জন্য মামলা চলছে। ২৮ পরিবারের কাছে প্রায় ৪৫ বিঘা জমি দখলে রয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মেহেরপুর জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, ওয়াক্ফ স্টেট (আওলাদের) সম্পত্তি থেকে যা আয় হবে তার বেশির ভাগ অংশ উত্তরাধীকাররা পাবে। কিছু অংশ সেখানে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান দেখভালের জন্য ব্যবহার হওয়ার কথা। ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসক-১ (উপসচিব) হাছিনা বেগম বলেন, মোতায়ালী স্থানীয় উপজেলা বা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারে। তাছাড়া তিনি আমাদের জানালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
পূর্ববর্তী খবর