মেহেরপুর প্রতিনিধিঃ ২৮/১২/২৩ ইং।
মেহেরপুরের গাংনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও স্বতন্ত্রের দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার(২৭ ডিসেম্বর) রাত নয়টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো ও নির্বাচনী অফিসে আলোকসজ্জা করার অপরাধে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ (খ) ও ৩৮ ধারায় গাংনী পৌর এলাকার ০৩নং ওয়ার্ডের চৌগাছা গ্রামের স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা প্রতীকের সামর্থক বদর আলীকে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে ০৮নং ওয়ার্ডের নৌকার সমর্থক আলী আজগরকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করে। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।