মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা হরিরামপুরের একটি ভুট্টা ক্ষেত থেকে একটি মেছোবাঘের সাবক পোষার জন্য ধরে এনেছিলেন কৃষক উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করলেন বনবিভাগ ।
১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে একটি মেছো বাঘের শাবককে খেলা করতে দেখে তাকে বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসে কৃষক আলী হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফর উল্লাহ স্বাস্থ্য পরীক্ষা করে শাবকটিকে জঙ্গলে অবমুক্ত করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, শাবকটির বয়স আনুমানিক দুই বছর। ভুট্টাখেতে মায়ের সঙ্গে খেলা করার সময় এটি লিয়াকতের নজরে আসে। তাড়া করে ধরে বস্তায় ভরে পোষার জন্য বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে শাবকটিকে উদ্ধার করা হয়। লিয়াকত নিজের ভুল বুঝতে পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করে শাবকটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কৃষক লিয়াকত আলী জানান, ভুট্টাখেতে মায়ের সঙ্গে নিয়ে আসি। পরে সেটিকে পোষার জন্য খাঁচায় বন্দী করে রাখি। তিনি আরও বলেন এটি মেছো বাঘ আমি বুঝতে পারিনি। এবং এটাকে ধরা অপরাধ তাও আমি জানি না।
ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, অনেকে বাড়িতে বিড়াল পোষে। লিয়াকত হোসেন মেছো বাঘের শাবকটিকে পোষার জন্য বাড়িতে নিয়ে আসেন। তিনি জানতেন না যে বন্য প্রাণী বাড়িতে পোষা আইনত অপরাধ।