মেহেরপুর প্রতিনিধি : ২৮-০৯-২৩
মেহেরপুরে বিকাশের প্রতারণার টাকা ও ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার করেছে মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইউনিট। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম। ৪৭ টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করে সেগুলো নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম সংবাদ সম্মেলনে বলেন, গত এক মাসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মডেলের ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া বিকাশ প্রতারণার নগদ ৯৭ হাজার টাকা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম, এস আই মনির সহ মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।
পূর্ববর্তী খবর