মেহেরপুর প্রতিনিধি;
মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে সুপার ফুড নামের একটি বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরচিালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, মেহেরপুরে কাথুলী রোডের ছহি উদ্দনি ডিগ্রি কলেজের নিকট অবস্থিত সুপার ফুড নামের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে, খাবারে নষিদ্ধি উপকরণ মেশানো ও মেয়াদ উত্তির্ন তারিখ থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরমিানা করা হয়।
অভিযানের সময় জেলা কৃষি বিপনন র্কমর্কতা আব্দুর রাজ্জাক,জেলা নিরাপদ খাদ্য র্কমর্কতা রিয়াজ মাহমুদসহ জলো পুলশিরে একটি টিম সেখানে উপস্থিত ছিলেন ।