সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়ে মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল,মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, মেহেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেল সুপার মনির হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজা আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায়,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা খাদ্য অফিসার মনিরুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, প্রমূখ।