প্রথম রাজধানী :
মেহেরপুরে নানা আয়োজনে জাতীর জনক শেখ মুজিবুর রহমার জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন কার্য্যালয় চত্বরে প্রতিষ্ঠিত শেখ কামালের প্রতিকৃতিতে পুস্প মাল্য আর্পণ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক ড. মুনসুর আহম্মেদ, পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুস্প মাল্য অর্পন করেন।
পরে সেখানে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এর আগে আগতদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।
সকাল ১০ টায় শেখ কামালের জীবনী নিয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম
দিনটিকে ঘিরে মেহেরপুরের জেলা আওয়ামীলীগসহ আওয়ামীরীগের আঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন দিনটি পালন করতে বিভিন্ন কর্ম সূচি গ্রহণ করেছে।