মেহেরপুর প্রতিনিধিঃ ১১/০১/২৪ ইং।
সম্পত্তির দ্বন্দ্বে মরার সাত বছর পর আল কবির নামে একজনের কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার পূর্ব মালসহ কবরস্থান থেকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে,২০১৬ সালে বিদ্যুৎপৃষ্টে আল কবিরের মৃত্যু হয়। আল কবিরের লালিত পিতা আব্দুল লতিফ ও মা হাজেরা খাতুনের কাছে ছোট থেকে লালিত পালিত হয়ে বড় হয় এবং তাদের সম্পদের ভাগ পায়। কিন্তু তার মৃত্যুর পর তার জন্মদাতা পিতা খোকন আলী ও মা বিউটি খাতুন কবিরের সম্পদের ভাগ চাইলে
বিরোধ সৃষ্টি হয়।এয় বিরোধের জেরে ২০১৮ সালে মেহেরপুর আদালতে আব্দুল লতিফ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-৩/২০১৮। মেহেরপুর জেলা যুগ্ম জজ আদালতের বিচারক এহসান কবির হোসেনের নির্দিশে ডিএনএ টেস্ট করে পিতা সনাক্তকরণের জন্য তার লাশ উত্তোলন করার নির্দিশে দেন ।
এ সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ ও গাংনী থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।