মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা খুচরা স্যার বিক্রেতা সমিতি লভ্যাংশ বৃদ্ধি ও সকল প্রকার সার, বি. সি. আই. সি ডিলার কর্তৃক সরবরাহের নিশ্চয়তার দাবিতে পদ যাত্রা ও মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল এগারটার দিকে শহীদ শামসুজ্জোহা পাকের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ করে। পরে সেখানে মানববন্ধন করেন তারা।
মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি শহিদুল ইসলাম শাহিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফজাল উদ্দিন, সহ-সভাপতি মুকুল হোসেন, সহ-সম্পাদক হোসেন এরশাদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, খুচরা সার ব্যবসায়ীদের লোভ্যাংশ বাড়াতে হবে। দ্রব্য ম‚ল্যের দাম বৃদ্ধি পেলেও সার ব্যবসায়ীদের লভ্যাংশ বৃদ্ধি পায়নি। বি. সি. আই. সি ডিলাররা বস্তা পতি ১০০ টাকা হারে লোভ্যাংশ পাই কিন্তু খুচরা ব্যবসায়ীরা লভ্যাংশ পাই ২৫ টাকা হারে। তাই অনতিবিলম্বে এই বৈষম্য দ‚র করার দাবি জানান তারা।
পূর্ববর্তী খবর