মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রামনগর প্রাথমিক বিদ্যালয় জেলা প্রশাসক ড. মনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা ব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন।
পরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) লিউজা উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের উদ্বোধন করেন।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, এবছর মাধ্যমিক পর্যায়ে ৭১ ভাগ শিক্ষার্থীর হাতে ও প্রাথমিক পর্যায়ে ৭৫ ভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয় হয়েছে।
পূর্ববর্তী খবর