মেহেরপুর প্রতিনিধি(
৮ম ধাপে মেহেরপুরের ৪টি ইউনিয়ন ২৬ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৭ মে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দানে শেষ দিন পর্যন্ত মোট ২৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এছাও সাধারণ সদস্য পদে ১৯১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৩ জন মনোনয়ন পত্র জমা দেন। রিটাংনিং কর্মকর্তা আব্দুল আজিজ ও মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ১৫ জুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি , শ্যামপুর, বারাদী ও পিরোজপুর ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারন সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ জন। শ্যামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারন সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। বারাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন সাধারন সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন। পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারন সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন ইলেকট্রনিট ভোটিং মেশিনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল আনুযায়ী আজ ১৭ মে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিলো। মেনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রত্যাহারের শেষ সময ২৬ মে এবং প্রতিক বরাদ্দ হবে ২৭ মে।
পূর্ববর্তী খবর