প্রথম রাজধানী:
এবারের অমর একুশে বইমেলা ২০২২ প্রকাশিত হবে মেহেরপুরের কবি অপরাজিতা অর্পিতার লেখা বই “সিদ্ধ সমীকরণ”। জানাগেছে বইটি কবি অপরাজিতা অর্পিতার লেখা চতুর্থ বই এবং তৃতীয় কাব্যগ্রন্থ। আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হবে একুশে বইমেলা ২০২২, এই বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে বইটি।
বইটিতে দেশ, স্বাধীনতা, বিজয়, প্রকৃতি, মনের গহীন কোণে লুকিয়ে থাকা গুচ্ছ গুচ্ছ আবেগ সব কিছুর প্রতিফলন এই কবিতার বইটি। কবিতাগুলোর একদিকে যেমন ফুটে উঠেছে স্বাধীনতার জন্য আত্মত্যাগ, একুশের জন্য আবেগ, বিজয়ের জন্য উল্লাস। ঠিক তেমনি অন্যদিকে ফুটে উঠেছে প্রকৃতির নানা রূপ, ছয় ঋতুর নানান রঙ, শহুরে জীবন, শৈশব কৈশোরের দুরন্তপনা। মুহুর্তের মধ্যে যা পাঠককে ভাবিয়ে তুলবে।