বিশেষ প্রতিনিধি:
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সাংবাদিকদের মহাসমাবেশ হয়েছে ।
শনিবার বিকেলে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, কোষাধক্ষ খায়রুজ্জামান কামাল ,
সমাবেশে আরও বক্তব্য রাখেন মেহরেপুর জেলার সিনিয়র সাংবাদিক নিউজ২৪ এর খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি তুহিন অরন্য, সময়ের সমিকরনের বার্তা সম্পাদক ও নাগরিক টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতনিধি হুসাইন মালিক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন , এয়াড়াও কুষ্টিয়া ,ঝিনাইদাহ , যশোর. খুলনা জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন রুবেল হত্যার ২মাস অতিবাহিত হলেও পুলিশ হত্যার মোটিভ বা হত্যাকারীকে আটক করতে পারেনি। মোবাইল ফোন হারিয়ে গেলে ৫ ঘন্টার মধ্যে উদ্ধার করে প্রেস রিলিজ করে অথচ রুবেলকে কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করলো সেই ফোন মালিকের নাম প্রকাশ করছে না । এটা পুলিশের অপারগতা না কেন গডফাদারের ইশারা । রুবেল হত্যার পেছনে যে শক্তি থাকুক না কেন হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়া প্রর্যন্ত কোন সাংবাদিক রাজপথ ছাড়বেনা। প্রয়োজনে আরও রক্ত দেবো তবু রুবেলের রক্ত বৃথা যেতে দেবোনা। প্রশাসনকে হুসিয়ারি দিয়ে বলেন আগামি সাত দিনের মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে কুষ্টিয়ার আন্দোলন প্রথমে ঢাকায় তারপর সারা বাংলাদেশের জেলায় জেলায় শুরু হবে । প্রয়োজনে শেখ হাসিনার কাছে স্বারকলিপি প্রদান করা হবে।