মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা ও দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড নিতাই রায় চৌধুরী বলেছেন- কতৃত্ববাদী এই সরকারের প্রতি মানুষ ইতিমধ্যে ঘৃণা প্রকাশ করেছে। আগে পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে। নিরপেক্ষ জাতীয় সরকার গঠন করতে হবে। সেই সরকার নির্বাচন পরিচালনা করবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের জুয়েল অডিটোরিয়ামে এক কর্মী সমাবেশে নিতাই রায় বলেন- বিএনপি নির্বাচনমুখী দল। তবে, এই সরকার এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না। শেখ হাসিনার পতন ঘটিয়ে বিএনপি নির্বাচনে যাবে। তার আগে এদেশে কোন নির্বাচন বিএনপি হতে দেবে না। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের সভাপতিত্বে ও
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চনায় কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আলমগীর খাঁন ছাতু, ইলিয়াস হোসেন, আব্দুর রহমান ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
পূর্ববর্তী খবর