মিতা নূর ———————————–
মাহে রমজানে সারা
মাস রোজা রেখে
যতটুকু পুণ্য করেছো তুমি,
একটু ভেবে দেখো
ভাই..??
সিয়াম সাধনায় সংযোমী
না হলে যে বৃথা যাবে সবটাই।
যদি গরীব আপনজনের,
হক আদায় না করা হয়।
যাকাতের টাকা খুচরো করে
পরের হাতে তুলে দিয়ে
সুনাম কুড়িয়ে,
হবে না মুক্তির উপায়।
আর-তোমার নিকটতম
আত্নীয়স্বজন টাকার অভাবে,
হয় না চিকিৎসা,
হয় না মেয়ের বিয়ে,
জোটে না -দু’বেলা অন্ন,
আহ কি ধনী তুমি ভাই,
জীবন তোমার ধন্য।
বাহারি রকম কেনাকাটা করেছো,
ঈদ আয়োজনে!
মুঠোয় মুঠোয় টাকা করছো খরচ
বীনাপ্রয়োজনে।
কিন্তু খুঁজে দেখেছো কী তুমি..?
ঐ অনাথ শিশুটিও
ঈদ কাটছে ছেঁড়া কাপড়ে!
মনের মধ্যে একটু জাগাও অনুভূতির উপলব্ধি,
বোধির করে রেখো না বিবেক বুদ্ধি।
এবার বিবেকের দ্বার খুলে নাও,
দুমুঠো বিবেক বিলি করে দাও!
খুশী মনে তুলে দাও ভাই অনাথের
হাতে দু-একটি কাপড়।
অনাথের কাছে মনে হবে
এযেন হিরে জোহর।
তোমার উছিলায়,
অনাথ শিশুটির মলিন মুখে
ফুটবে হাসি ঈদ আনন্দে।
মনে রেখো ভাই, আনন্দ বিলিয়ে
দিলে হয় না শেষ,
বরং সঞ্চয়ে রবে,
পরকালে পাবে শান্তি,
সহজ হবে তোমার
আখেরাতে হিসাবনিকেশ।