মেহেরপুর প্রতিনিধি (০৮.১১.২০২২)
মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মেহেরপুর র্যাব-১২ এর যৌথ অভিযানে মেহেরপুর শহরের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে নিউ পল্লীশ্রী জুয়েলার্সের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর ভোক্তা অধিকার কার্যালয়ের পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক সজল আহমেদ বলেন,একজন ক্রেতার লিখিত অভিযোগরে প্রেক্ষিতে নিউ পল্লীশ্রী জুয়ের্লাসে অভযিান পরিচালতি হয়। এসময় ২২ ক্যারেটের বলে বিক্রি করা স্বর্ণেও দুল পরীক্ষা করে ২০.৪৫ ক্যারেট পাওয়া যায়। ক্যারেট প্রতারণার দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। অপর দিকে মেহেরপুর শহরের বড়বাজারে গিয়াস মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অপরিচ্ছন্ন ও র্দুগন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী । কারখানার মধ্যে উন্মুক্ত টয়লেট। হাত ধোয়ার ব্যাবস্থা না থাকা। যথাযথ মোড়কীকরণ আইন অমান্য করে মোড়কজাত করতে দেখা যায়। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় গিয়াস মিষ্টান্ন ভান্ডারের ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কারখানার পরিবশে উন্নত করে স্বাস্থ্যসম্মত ভাবে মিষ্টি তৈরির নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর র্যাব-১২ কমান্ডার সিপিসি মো: আবুল কালাম আজাদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তাজিমুল হক, সেনিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও র্যাব সদস্যরা।