মেহেরপুর প্রতিনিধি
মানুষের হয়রানি কমাতে মেহেরপুর উপজেলা ভূমি অফিসের ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। দির্ঘ দিনের মিস কেসের জট কমাতে অসুস্থ বাদির বাড়িতে গণ শুনানি করেছে মেহেরপুর উপজেলার ভ্থমি অফিসের সহকারি কমিশনার ভ্থেমি) মো: আবু সাঈদ।
মেহেরপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ বুধববার দিনের শুরুতে এ গণশুনানির আয়োজন করা হয়।
\হমেহেরপুর সদর উপজেলা ভূমি আফিস সূত্রে জানা গেছে মেহেরপুর শহরের সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় পাড়ার বাদি রম্নহুল আমিন ভ্থমি আফিসে এটি মিস কেস দখালি করেন। কিন্তু রম্নহুল আমিনের স্টোক জনিত কারনে বিছানা গত হওয়ায় মিস কেসটি দির্ঘ দিন নিস্পত্তি করা সম্ভব হচ্ছিলোনা। তাই আজ বুধবার সকাল ৯ টায় সহকারি কমিশনার ভ্থেমি) মো: আবু সাঈদ নিজ উদ্যোগে রম্নহুল আমিনের বাড়িতে শুনানির আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসের নাজির আব্দুলস্নাহেল কাফি।
সহকারি কমিশনার (ভূমি) জানান, বাদী স্টক জনিত কারনে দীর্ঘ দিন শুনানিতে অনুপস্থিত থাকায় একটি মিস কেস কোন ভাবেই নিস্পত্তি করা যাচ্ছিনা। আমি বাদি বিবিাদি দুই পÿের সাথে কথা বলে বুঝতে পারি বিষয়টি আলোচনা করলেই মিমাংসা করা সম্ভাব। তাই দিনের শুরম্নটা করলাম অসুস্থ রম্নহুল আমিনের বাড়ি যেয়ে শুনানি করে। তিনি আরো বলেন মেহেরপুরে ৫৭৭ টি মিস কেস রয়েছে। যা দিঘদিন জট পাকিয়ে আছে। আমি এই মিস কেসগুলোর দ্রম্নত সমাধান করে মানুষের হয়রানি কমাবো।