মেহেরপুর প্রতিনিধি:
১৬ বছর পর আদালতে আত্মসমর্পণ করলো ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রশিদ। আব্দুর রশিদ মেহেরপুর সদর উপজেলার কালিগংনী গ্রামের বশির মণ্ডলের ছেলে।
ঘটনার সুত্রে জানা যায় ২০০২ সালের ৫ আগষ্ট রশিদ তার প্রতিবেশী ভ্যান চালক আনছার আলীর বাড়ি প্রবেশ করে সেখানে তার ৮ বছর বয়সী মেয়েকে মুখ চেপে ধরে বাড়ি থেকে বাগানে নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় আনসার আলী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় আব্দুর রশিদ দোষী প্রমাণিত হওয়ায় ২০০৬ সালের ৮ মার্চ তৎকালীন মেহেরপুর জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হামিদ আসামি রশিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। ওই সময় থেকে আসামি রশিদ পলাতক থাকেন। দীর্ঘ প্রায় ১৬ বছর পলাতক থাকার পর রবিবার দুপুরের দিকে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মোঃ তহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।